আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল শ্রীলঙ্কা ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৪ সংগৃহীত ছবি নিজস্ব প্রতিনিধি আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে শ্রীলঙ্কা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে (এসএলসি) রাজনৈতিক হস্তক্ষেপের জেরে গত নভেম্বরে নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি। তখন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছিল, আইসিসির সদস্য হিসেবে নিয়মের লঙ্ঘন করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বিশেষ করে বোর্ডে সরকারের হস্তক্ষেপের কথা উল্লেখ করে আইসিসি।নিষেধাজ্ঞা জারি হয় গত ১০ নভেম্বর। এরপর গত ২১ নভেম্বর আইসিসির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়, নিষেধাজ্ঞা থাকলেও আইসিসি ইভেন্ট ও দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পারবে শ্রীলঙ্কা। তবে শাস্তি হিসেবে ঠিকই ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়। নিষেধাজ্ঞার পর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল আইসিসি। আজ তারা জানিয়েছে, এসএলসির কার্যক্রমে এখন তারা সন্তুষ্ট। তাই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। SHARES লাইফস্টাইল বিষয়: আইসিসিশ্রীলঙ্কা
আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে শ্রীলঙ্কা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে (এসএলসি) রাজনৈতিক হস্তক্ষেপের জেরে গত নভেম্বরে নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি। তখন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছিল, আইসিসির সদস্য হিসেবে নিয়মের লঙ্ঘন করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
বিশেষ করে বোর্ডে সরকারের হস্তক্ষেপের কথা উল্লেখ করে আইসিসি।নিষেধাজ্ঞা জারি হয় গত ১০ নভেম্বর। এরপর গত ২১ নভেম্বর আইসিসির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়, নিষেধাজ্ঞা থাকলেও আইসিসি ইভেন্ট ও দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পারবে শ্রীলঙ্কা। তবে শাস্তি হিসেবে ঠিকই ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়।
নিষেধাজ্ঞার পর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল আইসিসি। আজ তারা জানিয়েছে, এসএলসির কার্যক্রমে এখন তারা সন্তুষ্ট। তাই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।