পরিবার আর সমাজের জন্যে জীবন বাজি রেখে আত্মনির্ভরশীল হওয়া , প্রকৃতির কাছ থেকে নিজের পাওনা আদায় করে নেয়ার ক্ষমতাই হলো কুল(cool)।। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩ মোঃ মজিবর রহমান (জেলা প্রতিনিধি চট্টগ্রাম) কূল(cool) হওয়ার একটা প্রাণান্তকর চেষ্টা উঠতি বয়সী ছেলেমেয়েদের মধ্যে সবসময় দেখা যায়। কেউ ডিজাইনার কাপড় চোপড় পরে, কেউ বাবার দামি গাড়ির সাথে সেলফি তুলে, কেউ ইউটিউবে চ্যানেল খুলে, কেউ কেউ কাত হয়ে গাড়ি চালিয়ে, কেউ গলা ফাটিয়ে গান গেয়ে, কেউ কেউ অন্ধ ভাবে পশ্চিম গোলার্ধের তারকাদের অনুসরণ করে কূল হওয়ার প্রতিযোগিতায় নামে। কেউ কেউ ভাবে ইনস্টাগ্রাম না থাকলে বা স্ন্যাপচ্যাট ব্যবহার না করলে একটুও কূল হয় যায় না। একটা অপ্রিয় সত্য বলি, পৃথিবীর সত্যিকার কূল মানুষগুলোর একজনও সম্ভবত অনলাইনে নেই। এই গ্রহের আসল কূল মানুষরা এখনো অফলাইন জীবন যাপন করে। উদাহরণ দেই: সত্যিকারের কূল হলো আফ্রিকার বুশম্যানরা। ওরা সিংহের পালের কাছাকাছি বাস করে এবং প্রায়ই সিংহের শিকার করা খাবার নেয়ার জন্যে ৫ থেকে ৬ জন বুশম্যান সরাসরি সিংহের দিকে হেঁটে এগিয়ে যায়। সিংহের দল প্রথমে একটু অবাক হয় কিন্তু ওদের হাঁটার ধরণ আর চোখের দৃষ্টি দেখে আস্তে করে শিকার ছেড়ে দূরে সরে যায়। ৫ জন মানুষ শুধুমাত্র একটা বর্শা হাতে সিংহের মুখে খাবার নিজেদের জন্যে যেভাবে সংগ্রহ করে আনে; তার সাথে বিলিয়ন ডলার বাজেট দিয়ে বানানো হলিউড মুভির কোনো অ্যাকশন হিরোর কাজকর্মকে নিতান্তই ছেলেখেলা মনে হবে। কূল হলো মঙ্গোলিয়ার অবারিত প্রান্তরে ঘোড়ার পিঠে চড়ে হাতে একটা পোষা ঈগল নিয়ে শিকারে বের হওয়া সেই মানুষটা যে কখনো ড্রোন দেখেনি, কিন্তু তার হাতের শিকারী ঈগলটাকে পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্সড ড্রোনের চেয়েও অনেকগুন বেশি দক্ষতার সাথে ব্যবহার করে দিনশেষে নিজের পরিবার আর গোত্রের জন্যে শিকার ধরে আনে। দামি গাড়িতে ভ্রম ভ্রম শব্দ করে অন্যের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা মানুষ আর মাত্র শিকার শেষ করে ঘোড়ার পিঠে চড়ে হাতে অনুগত ঈগলকে নিয়ে বাড়ি ফেরা মানুষের কূলনেস কয়েক হাজারগুন বেশি। আন্দামানের মকেন ট্রাইবের মানুষজন এখনো কোনোধরনের ডাইভিং ইকুইপমেন্ট ছাড়াই পানির নিচে ডুব দিয়ে একটা বর্শা হাতে মাছ আর সামুদ্রিক প্রাণী শিকার করে বেড়ায়। ওদের ৮/৯ বছরের বাচ্চারাও অবলীলায় সমুদ্রের নিচে গিয়ে খুঁজে নিয়ে আসে পরিবারের খাবার। দামি দামি ডাইভিং ইকুইপমেন্ট আর অনেক প্রশিক্ষণ নিয়েও যে কাজটা করা অনেকের পক্ষেই অসম্ভব সেটা ওরা করে যাচ্ছে প্রতিনিয়ত। আসল কূল হলো সেই ছেলে আর মেয়েটা যে এখনো প্রতিনিয়ত কয়েক হাজার টাকায় কিভাবে ব্যস্ত শহরে নিজের জীবিকা চালাবে, সাথে বাবা-মা, ভাই-বোনের জন্যে একটু ভালো ভবিষ্যতের ব্যবস্থা করবে সেই চেষ্টায় রত। কূল হলো সেই মানুষটা যে ধানের বীজ থেকে চাল হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটা অবলীলায় রপ্ত করে ফেলে। কূল হলো সেই মেয়েটা যে পাবলিক বাসে চড়ে দিনের পর দিন ইউনিভার্সিটি বা অফিস যাচ্ছে একা একা। কূল হলো সেই মধ্য বয়সী বাবা যে প্রতিমাসের শেষ দশটা দিন ছেলে-মেয়েদের পাতে একটু ভালো খাবার তুলে দেয়ার চেষ্টায় পরিশ্রম করে যাচ্ছে নীরবে। উপরের সব কয়টা উদাহরণে সবাই একটা জায়গায় মিলে যাচ্ছে , মানুষ তখনি একমাত্র কূল যখন সে তার পরিবার আর সমাজের জন্যে জীবন বাজি রেখে কিছু করে !! সত্যিকারের কূল মানে হলো আত্মনির্ভরশীল হওয়া , প্রকৃতির কাছ থেকে নিজের পাওনা আদায় করে নেয়ার ক্ষমতা। কূল মানুষরা নিজের চেয়ে পরিবার আর সমাজকে বেশি ভালোবাসে। SHARES মুক্তমত বিষয়: